দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি : গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী ফ্যাসিস্টদের হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী
দিনাজপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বিকাল সাড়ে ৫টায় রেলওয়ে স্টেশন চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষ এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনের সভাপতিত্বে ও শহর জামায়াতের সেক্রেটারী কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এ্যাডভোকেট মাইনুল আলম প্রমূখ।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের ওপর নৃশংস হামলাকারিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।