অবশেষে এমসিইউতে আসছে ‘ঘোস্ট রাইডার’

অবশেষে এমসিইউতে আসছে ‘ঘোস্ট রাইডার’

20 October, 2025 | সময়: 2:21 pm

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিউ) ‘দ্য মাল্টিভার্স সাগা’ সমাপ্তির পথে। সম্প্রতি ‘ফেজ ৬’ শুরু হয়েছে ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ সিনেমার মাধ্যমে। তবে ২০২৭ সালে এমসিউ-এর এই প্রধান গল্পচক্র শেষ হতে চলেছে এবং তার আগেই গুঞ্জন শুরু হয়েছে এক জনপ্রিয় চরিত্রের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে- ‘ঘোস্ট রাইডার’।

‘এজেন্ট অব শিল্ড’ সিরিজের চতুর্থ সিজনে রবি রেয়েস চরিত্রে ‘ঘোস্ট রাইডার’ হিসেবে নজর কাড়েন অভিনেতা গ্যাব্রিয়েল লুনা। সম্প্রতি কমিকবুকমুভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে লুনা বলেন, আমি একদম প্রস্তুত, আমি সেই চরিত্রকে ভালোবাসি এবং সেই জগতকেও। আমার নাম্বার আছে তাদের কাছে! লুনা আরও জানান, চরিত্রটি তাঁর খুব প্রিয় এবং তিনি সবসময় এই চরিত্রে আবার অভিনয়ের জন্য খোলা মনে অপেক্ষা করছেন।

তিনি বলেন, ‘ঘোস্ট রাইডার’ এবং রবি-দুজনকেই আমি খুব ভালোবাসি। আমার অভিজ্ঞতা দারুণ ছিল, এবং যদি মার্ভেল আবার সুযোগ দেয়, আমি অবশ্যই ফিরতে চাই। তিনি আরও বলেন, ‘এজেন্ট অব শিল্ড’-এর চতুর্থ সিজনকে অভিনেতারা তাঁদের প্রিয় মৌসুম হিসেবে উল্লেখ করেছেন, এটা জেনে আমি সত্যিই আবেগাপ্লুত।

ক্লার্ক গ্রেগ, ক্লোই বেনেট এবং মিং-না ওয়েন সম্প্রতি নিউ ইয়র্ক কমিক কনে এই সিজনকে ‘জুয়েল অব দ্য সিরিজ’ বলে উল্লেখ করেছেন। ঘোস্ট রাইডারের পর্দায় শেষ উপস্থিতি ছিল ২০১১ সালের ‘ঘোস্ট রাইডার: স্পিরিট অব ভেঞ্জেনেন্স’-এ, যেখানে নিকোলাস কেজ অভিনয় করেছিলেন জনি ব্লেজ চরিত্রে।

এরপর চরিত্রটির রাইটস মার্ভেল স্টুডিওর হাতে ফিরে আসে, যার ফলে লুনার রবি রেয়েস দেখা যায় এজেন্টস অব শিল্ড-এ। এক সময় হুলু-তে গ্যাব্রিয়েল লুনাকে নিয়ে একটি ‘ঘোস্ট রাইডার’ সিরিজ হওয়ার কথা ছিল, কিন্তু ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর সেটি বাতিল হয়ে যায়। তবে এমসিইউ বর্তমানে তার সুপারন্যাচারাল দিকটি আরও বিস্তৃত করছে এবং ‘মিডনাইট সন্স’ প্রজেক্ট নিয়েও কাজ চলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সামনের এমসিইউ সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ (রিলিজ ৩১ জুলাই, ২০২৬) এবং ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ (যেখানে একসঙ্গে দেখা যাবে ফ্যান্টাস্টিক ফোর, অ্যাভেঞ্জার্স ও কিছু এক্স-মেন চরিত্রকে)। অবশেষে, দ্য মাল্টিভার্স সাগা শেষ হবে ২০২৭ সালের ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’ দিয়ে, যেটি পরিচালনা করবেন অ্যান্থনি ও জো রুসো। এই ফিল্মটি এমসিউ-এর জন্য একটি বড় রিসেট পয়েন্ট হতে চলেছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।