সিরাজগঞ্জের সৌর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩ মাসে কোটি টাকার মালামাল লুটে

সিরাজগঞ্জের সৌর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩ মাসে কোটি টাকার মালামাল লুটে

20 October, 2025 | সময়: 5:24 pm

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে যমুনা নদীর তীরে নির্মিত সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে এক কোটি টাকার তামা ও আনুষঙ্গিক মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর থানায় ৮ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগটি দায়ের করেছেন প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী মেহেদী হাসান অয়ন। এর আগে গত ৩০ জুন সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে নির্মিত ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়।

অভিযুক্তরা হলেন, সদর উপজেলার সয়দাবাদ গ্রামের পারভেজ হোসেন পার্থ (২৬) ও পলাশ (২৪), মোহনপুর গ্রামের মো. কালাম (২৭), নোমান (২৫), রুহুল আলী (২৮), রুবেল আলী (২৭), খলিল আলী (২৩) সারটিয়া গ্রামের ভাঙ্গুরী ব্যবসায়ী সাইদুল ইসলাম (২৫)।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৭ অক্টোবর সকালে বিভিন্ন অস্ত্র সজ্জিত হয়ে আট যুবক সোলার পাওয়ার প্লান্টে প্রবেশ করে। তারা এখান থেকে প্রায় এক কোটি টাকার তামার তার ও আনুষঙ্গিক মালামাল লুট করে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কের ভেতর দিয়ে যাচ্ছিলেন। এসময় নিরাপত্তাকর্মী তাদের বাঁধা দিলে হকিস্টিক ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। হামলায় নিরাপত্তাকর্মী মেহেদী হাসান অয়ন ও আব্দুল হাকিম আহত হন। পরে অভিযুক্তরা মালামাল নিয়ে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীদের মেরে ফেলার হুমকি দেয় হামলাকারীরা। নিরাপত্তা কর্মীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

অভিযোগকারী নিরাপত্তাকর্মী মেহেদী হাসান অয়ন বলেন, আমরা থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ বলেছে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। আমি একাধিকবার ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ৩০ জুন সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে নির্মিত ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়। বাংলাদেশের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) এবং চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ এলাকায় যমুনা নদীর তীরে ২১৪ একর অনাবাদি জমিতে এই সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।