রংপুরের পীরগঞ্জে দাদিকে হত্যার অভিযোগে নাতি গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে দাদিকে হত্যার অভিযোগে নাতি গ্রেপ্তার

20 October, 2025 | সময়: 5:33 pm

রংপুরের পীরগঞ্জে দাদিকে হত্যার অভিযোগে নাতি অনিক হাসান হৃদয়কে (২০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার (১৯ অক্টোবর) গভীর রাতে ঢাকা সাভারের হেমায়েতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বড়ঘোলা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। আজ সোমবার (২০ অক্টোবর) সকালে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি বড়মজিদপুরের রফিকুলের পরিত্যক্ত রাইস মিল থেকে উদ্ধার করা হয়েছে।

গত শনিবার (১৮ অক্টোবর) ভোররাতে উপজেলার বড়মজিদপুর থেকে আকলিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে পীরগঞ্জ থানা পুলিশ। মৃতা ওই গ্রামের আব্দুল হাকিম মিয়ার স্ত্রী। ওই দিনই নিহতের ভাই রায়পুর ইউপির নখারপাড়ার ওবায়দুল হত্যা মামলা রুজু করেন।

মৃতার স্বজনরা জানান, উক্ত গ্রামে স্বামী-স্ত্রী দুজনে পৃথক ঘরে রাত্রীযাপন করতেন।

গত শনিবার ভোররাতের দিকে মৃতের স্বামী আব্দুল হাকিম ঘরের বাইরে গেলে স্ত্রীর ঘরের দরজা খোলা দেখতে পান। তিনি ঘরের ভেতরে প্রবেশ করে গলা কাটা অবস্থায় স্ত্রীর নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকেন। খবর পেয়ে দুই ছেলে রাশেদুল ও শাহিনসহ আশপাশের বাড়ির লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।

মৃতের দুই ছেলে রাশেদুল ও শাহিন জানান, তারা রামনাথপুর ইউনিয়নের বড় ঘোলা গ্রামের বাসিন্দা। ৮-১০ বছর আগে তাদের বাবা ও মায়ের জন্য বড় মজিদপুরে পৃথক বাড়ি নির্মাণ করা হয়। সেখানেই দুজন বসবাস করতেন এবং দুই ভাই বড়ঘোলায় বসবাস করেন। ছোট বোন পারভিন আক্তার বৈবাহিক সূত্রে স্বামীর বাড়ি পীরগঞ্জ সদরের রামপুরায় থাকেন।

তাদের দাবি, কারো সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। তাদের বাবা-মা ছাড়া ওই বাড়িতে আর কেউ থাকে না বলেও জানান তারা।

পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার হৃদয় নিহত আকলিমা বেগমের নাতি ও বড় ছেলে রাশেদুল ইসলামের ছেলে। গত শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১টার দিকে ঢাকা থেকে হানিফ পরিবহনযোগে খেজমতপুরে নেমে পড়ে। রাতেই দাদা-দাদির গ্রামে আসে। দাদি আকলিমার সঙ্গে রাতের খাবারের পর খোশগল্পের একপর্যায়ে তর্কে জড়িয়ে পড়লে তাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।