ফাইনালে হারেও তরুণদের পাশে মেসি

ফাইনালে হারেও তরুণদের পাশে মেসি

20 October, 2025 | সময়: 5:59 pm

আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের বিশ্বকাপ ফাইনালে হারের পর তরুণদের প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন লিওনেল মেসি। মরক্কোর বিপক্ষে ২-০ গোলের পরাজয়ে ট্রফি হাতছাড়া হলেও, দলের প্রচেষ্টা ও লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

২০০৫ সালে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মেসি। এবার দিয়েগো প্লাসেন্তের নেতৃত্বে খেলা এই দলকে শুরু থেকেই সমর্থন জানাচ্ছিলেন তিনি।

ফাইনাল শেষে ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় মেসি লিখেছেন, ‘মাথা উঁচু করে রাখো ছেলেরা! তোমরা দারুণ একটি টুর্নামেন্ট খেলেছো। যদিও আমরা সবাই চেয়েছিলাম তোমাদের হাতে কাপটি দেখতে, তবু তোমাদের পারফরম্যান্স আমাদের আনন্দ দিয়েছে। তোমরা যে হৃদয় দিয়ে নীল-সাদা জার্সির সম্মান রক্ষা করেছো, সেটাই আমাদের গর্ব।’

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে ওঠা আর্জেন্টিনা শিরোপার মঞ্চে এসে হোঁচট খায় মরক্কোর কাছে।

ম্যাচ শেষে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচে বলেন, ‘আজকের পরিস্থিতি আমাদের বিশ্বকাপে আগের ম্যাচগুলো থেকে আলাদা ছিল। আমরা আমাদের শক্তি পুরোপুরি দেখাতে পারিনি। আমরা ঘুরে দাড়াতে বা একটি গোল করতে পারিনি।’

বিশ্বকাপ না জিতেও আর্জেন্টিনার এই তরুণ দলকে ভবিষ্যতের আশার প্রতীক হিসেবে দেখছেন অনেকে।

মেসির এই বার্তাও যেন তাদের প্রতি আস্থা ও প্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।