Loading Now

চিলমারীতে জমি-জমা বিরোধের সংঘর্ষে আহত ৪

চিলমারী, কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারীতে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৪জন গুরুত্বর আহত হয়েছে।

শনিবার উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকায় সকাল ১০ টায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ৪জন আহত হন।

আহতরা হলেন, কালা মানিক (৩৫), বেলাল মিয়া (৩০), মাদু মিয়া (৪০) সকলের পিতা মৃত ফজলার রহমান অপর পক্ষের আইনুল হক জোদ্দার (৪০) পিতা- মৃত আ: খালেক জোদ্দার।

আহতদের ৩জন কে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও কালা মানিক গুরুত্বর আহত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই এলাকার স্থায়ী বাসিন্দা বিদ্যুৎ মিয়া জানান, চিলমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কড়াই বরিশাল এলাকার আইনুল জোদ্দার ও কালা মানিক ও তার ভাইদের সাথে দীর্ঘদিন থেকে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে শুক্রবার রাতে কড়াই বরিশাল বাজারে কালা মানিকের বড় ভাই মাদু মিয়া চা খেতে গেলে এ সময় আইনুল জোদ্দারের লোকজন তাকে আক্রমন করে। তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে।

ঘটনার জেরে শনিবার সকাল ১০ টায় কালা মানিক ও আইনুল জোদ্দারের উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে করে কালা মানিক ও তার দুইভাই এবং আইনুল জোদ্দার গুরুত্বর আহত হন। সকলকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও কালা মানিক গুরুতর আহত হওয়ায় চিকিৎসক তারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।

এ ব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে চিলমারী মডেল থানায় একটি মামলা হয়েছে অতিস্বত্তর আসামীদের গ্রেফতার করা হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।