গাইবান্ধায় যুবলীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় যুবলীগ নেতা গ্রেপ্তার

24 October, 2025 | সময়: 10:15 pm

স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া নেতার নাম রাশেদ খান মুন। তিনি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

Ad1st বিজ্ঞাপন

শুক্রবার (২৪ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে পৌর শহরের ঝিলপাড় এলাকার চাঁদনী রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে মুন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখার ঘোষণা দেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, রাশেদ খান মুনকে উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।