৫০ পেরিয়েও এতো ফিট কিভাবে থাকেন মালাইকা?

৫০ পেরিয়েও এতো ফিট কিভাবে থাকেন মালাইকা?

26 October, 2025 | সময়: 11:20 am

বয়স যে কেবলি সংখ্যা, তা বহুবার প্রমাণ করে দিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। বয়সের সংখ্যাকে চলমান রেখে, নিজের শরীরি সৌন্দর্য ঠিকই স্থির রেখেছেন এই অভিনেত্রী। ফ্যাশন ও স্বাস্থ্যসচেতন মালাইকা বরাবরই বিলাসবহুল জীবনযাপন করে থাকেন। ব্যয়বহুল পরিধেয় পোশাকে রাখেন নান্দনিকতা। ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্রেও তার ব্যত্যয় ঘটে না। সবকিছু মিলিয়ে মালাইকার সঠিক বয়স ঠাহর করা কঠিন।

Ad1st বিজ্ঞাপন

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ‘থাম্মা’ সিনেমার ‘পয়জন বেবি’ গান। দীর্ঘ দিন পর এ গানের মাধ্যমে পর্দায় ফিরেছেন আইটেম কন্যা মালাইকা আরোরা। জেসমিন স্যান্ডলাস, সচিন-জিগর ও দিব্যা কুমারের এ গানে মালাইকার নাচে বুঁদ হয়ে আছেন দর্শকরা। গানটিতে মালাইকার হিল্লোল তোলা নাচ আর শরীরি সৌন্দর্য গোলক ধাঁধায় ফেলে দিয়েছে দর্শকদের। সকলেই জানেন মালাইকার বয়স ৫২।

সত্যি কি তাই? এ প্রশ্ন যখন জোরালো হয়েছে, তখনই প্রকৃতির নিয়মে চলে এসেছে মালাইকার জন্মদিন। গত বৃহস্পতিবার ছিল বলিউডের ‘মুন্নির’ জন্মদিন। এ উপলক্ষে বরাবরের মতো এবারো ঘরোয়া আয়োজন ছিল। পুত্র ও পরিবারের সদস্যদের নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করেন এই অভিনেত্রী। আর এই আসরে ‘রহস্যময়ী মালাইকার’ বয়স ফাঁস করলেন তার বোন অমৃতা আরোরা। জন্মদিনের কেক ও মালাইকার কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অমৃতা আরোরা।

এক পোস্টে অমৃতা আরোরা লেখেন, “এত বছর ধরেই তোমার ৫০ হওয়ার গল্প, অবশেষে সত্যি তোমার ৫০ হলো, আমার সুন্দরী বোন।” অন্য একটি পোস্টে অমৃতা লেখন, “মাল্লা, অবশেষে তোমার ৫০ হলো। আহ, এর চেয়ে ভালো ৫০ বছরের কেউ হতে পারে নাকি! উফফ, আমি তোমাকে ভীষণ ভালোবাসিৃ গত রাতটা কী দারুণ ছিলৃ একেবারে জাদুকরি।” অমৃতার এসব পোস্ট দেখে নেটিজেনদের অনেকের চোখ কপালে উঠেছে।

রেডিটে দেওয়া এক পোস্টে একজন লেখেন, “২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত আপনি ৪৯ ও ৫০ তম জন্মদিন উদযাপন করছেন।” এ পোস্টে একজন লেখেন, “বয়স নিয়ে আপনারা কেন চিন্তিত? বয়সের তুলনায় সে (মালাইকা) দেখতে অসাধারণ।” আরেকজন লেখেন, “আমার বয়স ৩৫, আমাকে দেখতে তার চেয়েও বেশি বয়েসি মনে হয়।” মালাইকার বয়স ৫০, নেটিজেনদের অনেকে তা মানতে নারাজ।

একজন লেখেন, “এক সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, আরবাজের চেয়ে ২ বছরের বড় সে। গুগল বলছে, আরবাজের বয়স এখন ৫৮, তাহলে মালাইকার বয়স ৬০ বছর? ধুর, ৬০ বছর বয়সেও আমি এরকম দেখতে হলে যেকোনো কিছু করতে রাজি!”১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা।

২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। এরপর আর বিয়ে করেননি মালাইকা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।