ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান চলবে

ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান চলবে
ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে গত সপ্তাহে ১৮তম রাউন্ড নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশগুলোর জোট ইইউ। এর প্রতিক্রিয়ায় সাবেক রুশ প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, রাশিয়া এসব নিষেধাজ্ঞায় বিচলিত নয় এবং ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান চলবে। খবর আরটির।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেন, ‘আমাদের অর্থনীতি অবশ্যই টিকে থাকবে এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে ছত্রভঙ্গ ও পরাজিত করার কাজও অব্যাহত থাকবে।
অদূর ভবিষ্যতে কিয়েভসহ তথাকথিত ইউক্রেনকে লক্ষ্য করে হামলার মাত্রা আরো বাড়ানো হবে এবং শুধু তাই নয়, মস্কোর উচিত হবে রাজনৈতিকভাবে ইইউর সঙ্গে সম্পর্কোচ্ছেদ করা এবং এই ব্লকের সঙ্গে দূরত্ব বজায় রাখা।’
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এরই মধ্যে উভয় পক্ষে নিহত ও আহত হয়েছে অন্তত ১২ লাখ মানুষ।
এই যুদ্ধের শুরু থেকেই শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে ইইউ।
সর্বশেষ গত সপ্তাহের বুধবার রাশিয়ার বিরুদ্ধে ১৮তম নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করেছেন ইইউর পররাষ্ট্র বিভাগের শীর্ষ নির্বাহী কাজা কালাস।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।