দিনাজপুর গ্রীল ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
দিনাজপুর গ্রীল ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি ॥ ২৯ অক্টোবর বুধবার দিনাজপুর গ্রীল ইঞ্জিনিয়ারিং মালিক সমিতি (রেজিঃ নং-২৩১২/১১) উত্তর বালুবাড়ী (কুমারপাড়া), দিনাজপুর এর বার্ষিক সাধারন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শহরের লালু পাড়াস্থ নাজমা কনভেনশন সেন্টারে দিনাজপুর গ্রীল ইঞ্জিনিয়ারিং মালিক সমিতি আয়োজিত বার্ষিক সাধারন সভা সংগঠনের সভাপতি মোঃ সৈয়দ মাইনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
শুরুতেই সংগঠনের যে সকল সম্মানীত সদস্যগণ ইতিপূর্বে মৃত্যুবরণ করছেন তাদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং যে সকল সদস্য বর্তমানে অসুস্থ্য অবস্থায় রয়েছেন তাদের সুস্থ্যতা কামনা করে দোয়া কামনা করা হয়।
উক্ত বার্ষিক সাধারন সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সভাপতি মোঃ সৈয়দ মাইনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ও সাধারন সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন মোঃ একরামুল হক আকু। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পাঠ করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ রুস্তম আলী।
সংগঠনের আগামী দিনের কার্যক্রম সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সহ-সাধারন সম্পাদক মোঃ রায়হান আলী।
এছাড়াও উক্ত বার্ষিক সাধারন সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল আমিন আকন্দ, সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম সাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ খাজিরুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্মল রোজারিও, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ রেজাউল করিম, নির্বাহী সদস্য মোঃ আব্দুল মজিদ সরকার, সাদ আব্দুস সাদেক, মোঃ ফরিদুল ইসলাম, আবু সাইদ মুহাম্মদ জুলফিকার রহমান, মোঃ ইসলাম আলী ও ইউসুফ আলী।
উক্ত সাধারন সভায় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের সাধারন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বশেষে সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বার্ষিক সাধারন সভার সমাপনী ঘোষনা করেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।