সিরাজগঞ্জে ৯৪ কেজি ওজনের দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে ৯৪ কেজি ওজনের দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৩

1 November, 2025 | সময়: 6:14 pm

জেলার উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৯৪ কেজিরও বেশি ওজনের একটি দুর্লভ কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমান লাবুর বাড়িতে অভিযান চালিয়ে এই শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

আজ শনিবার সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অপস অফিসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দবিরগঞ্জ হামিদুর রহমান ওরফে লাবুর বাড়িতে অভিযান চালিয়ে ৯৪.২৬০ কেজি ওজনের মূল্যবান এ কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গটি জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে কষ্টি পাথর বহনকারী একটি মটর সাইকেলও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার ভেংরী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম ওরফে বাবলু (৫২), দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মো. শহিদুল ইসলাম (৫২), একই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. কফিল উদ্দিন (৪৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ নিজ হেফাজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের কথা স্বীকার করেন। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।