পলাশবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত
পলাশবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত
গাইবান্ধা প্রতিনিধিঃ “সমবায়ে গড়ব দেশ-বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।
উপজেলা সমবায় অফিসের আয়োজনে শনিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. আয়েন উদ্দিন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, পলাশবাড়ী মহিলা উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ মোছা. মাহমুদা চৌধুরী, হোপ বিজনেস কো-অপারেটিভ সোসাইটি লিঃ-এর সদস্য খন্দকার মমিনুল রহমানসহ অন্যান্যরা।
এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সমবায় সমিতির সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।