পাবনায় বিদ্যুতের প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবি
পাবনায় বিদ্যুতের প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবি
পাবনা জেলায় বিদ্যুতের ‘ত্রুটিপূর্ণ’ প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা।
রবিবার (২ নভেম্বরর) সকালে পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ রোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তোভোগী প্রিপেইড মিটার ব্যবহারকারীরা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান তারা। পরে জেলা প্রসাশকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন পাবনা মানবাধিকার ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিক হাবিব, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সিনিয়র সহ-সভাপতি মুস্তাকিম সবুজসহ অনেকে।
বক্তারা বলেন, জেলার সকল প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। পূর্বের পোস্টপেইড মিটার ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।