ঘোড়াঘাটে ক্ষতিগ্রস্ত রোপা আমনের মাঠ পরিদর্শনে কৃষি বিভাগ

ঘোড়াঘাটে ক্ষতিগ্রস্ত রোপা আমনের মাঠ পরিদর্শনে কৃষি বিভাগ

2 November, 2025 | সময়: 8:07 pm

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের ঘোড়াঘাটে গত কয়েকদিনের টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত রোপা আমন ধান, আলুসহ শাক সবজির ফসলের মাঠে মাঠে গিয়ে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি বিভাগ।

Ad1st বিজ্ঞাপন

এসময় কৃষকদের সাথে নিয়ে আক্রান্ত হেলেপড়া কয়েকটি ধান গাছকে এক সাথে বেধে দাঁড় করানোর পরামর্শ দেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।

শুক্রবার ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ব¬কের ফসলের মাঠ পরিদর্শনে গিয়ে কৃষকদের নানা পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান। এসময় তার সাথে সংশি¬ষ্ট ব¬কের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান কৃষকদের গত কয়েক দিনের টানা বর্ষনে রোপা আমন ধান ক্ষেতের যেসব ধান গাছ মাটিতে হেলে পড়েছে, সেগুলি কৃষকদের নিয়ে লজিং অপ করার বা হেলে পড়া কয়েকটি ধান গাছকে এক সাথে বেধে দাঁড় করানোর পরামর্শ প্রদান করেন।

সেই সাথে রোপা আমন ধান ও আলুর ক্ষেতের পানি নিষ্কাশন, পচন রোধে স্প্রে করা ও যেসব ধানের শীর্ষ সোনালী আকার বা চাল এসেছে সেগুলো মাড়াই করার পরামর্শ প্রদান করেন। এছাড়াও কৃষককে তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার আহŸান জানান।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।