হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নিরাপদ খাদ্য আইনের আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স হাজী ট্রেডার্স নামের একটি খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১১টা এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহীম আলী।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে চালানবিহীন ও লেবেলবিহীন বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ছিল রংযুক্ত মসুর ডাল, নুডুলস, কাসুন্দি, আচার, মধু এবং শিশুখাদ্যের মতো পণ্য। এসব কার্যক্রম ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ এর স্পষ্ট লঙ্ঘন।
পরিস্থিতি বিবেচনা করে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
দিনাজপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা জানান, অভিযানে রঙ মেশানো মট ডালকে মুগ ডাল হিসেবে চালানবিহীনভাবে বিক্রি করা হচ্ছিল।
এছাড়াও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয়। তিনি আরও জানান, অভিযান রাত সাড়ে ৯টা থেকে ১১টা পরিচালিত হয়। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এ ধরনের অপরাধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।