বিরামপুরে ১২ শ’ কৃষক পেলেন বিনামুল্যে সরিষা বীজ ও সার

বিরামপুরে ১২ শ’ কৃষক পেলেন বিনামুল্যে সরিষা বীজ ও সার

4 November, 2025 | সময়: 2:55 pm

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের বিরামপুরে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ধান, গম, সরিষা, সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের দিনে উপজেলার ১২ শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে।

Ad1st বিজ্ঞাপন

‎মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। এসময় যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, কৃষি অফিসের কর্মকর্তাগণ ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

‎উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃঞ্চ রায় জানান, চলতি রবি মৌসুমে বিরামপুর উপজেলায় ২ হাজার ৮০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যেমাত্রা ধরা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২ শত জন কৃষকের প্রত‍্যেককে বারী-১৪ জাতের সরিষা বীজ ১ কেজি, এমওপি সার ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি করে বিনামুল্যে বিতরণ করা হচ্ছে।

বারী-১৪ জাতের আগাম জাতের সরিষা বীজ বুনলে কৃষকেরা ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে ফসল ঘরে তুলতে পারবে। এরপর সেই জমিতে অন‍্যান‍্য ফসল আবাদ করতে পারবে। উপজেলা কৃষি অফিস কৃষকদের সহযোগিতায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।