কঠোর আইন জারি করলো বিসিবি

কঠোর আইন জারি করলো বিসিবি

4 November, 2025 | সময়: 8:42 pm

বিসিবি নির্বাচনের পর থেকেই এই শঙ্কাটা দেখা গিয়েছিল। ঢাকার ক্লাবগুলোর সঙ্গে বিরোধ লেগেই থাকবে বিসিবির। সে শঙ্কাটা সত্যি করেই বিসিবির কাছে চিঠি দিয়েছে ক্লাবগুলো। বলেছে, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন এই বোর্ডের অধীনে কোনো লিগে অংশ নেবে না তারা।

Ad1st বিজ্ঞাপন

কিন্তু ক্লাবগুলোর দেয়া চিঠিতে ভড়কে না গিয়ে বিসিবি উল্টো নিয়ম-নীতি তৈরি করেছে, লিগ বর্জনকারী কিংবা মাঝপথে লিগ ছেড়ে যাওয়াদের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থান রেয়ার বিষয়ে।

বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন নিয়মের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করছে যে, ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম)-এর আওতাধীন সব লিগে নতুন একটি ধারা সংযোজন করা হয়েছে।

যার শিরোনাম হলো, ‘অংশগ্রহণ না করা ও প্রত্যাহার।’

এই নিয়মটি আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ কোয়ালিফায়িং লিগ থেকে কার্যকর হবে।

বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঢাকা মহানগর এলাকার অধীনে পরিচালিত সব লিগের শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মান বজায় রাখতে এই ধারা সংযোজন করা হয়েছে।

কোনো দল যেন মাঝপথে প্রতিযোগিতা থেকে সরে না দাঁড়ায় এবং লিগের কাঠামো যেন অক্ষুণ্ণ থাকে, সেটিই এই নিয়মের মূল উদ্দেশ্য।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।