রাবি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে রাকসুর সংবাদ সম্মেলন
রাবি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে রাকসুর সংবাদ সম্মেলন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের ১ম কার্যনির্বাহী সভায় আলোচিত বিষয়সমূহ এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বেলা ১২টায় রাকসু ভবনের সামনে এই সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর প্রথম অধিবেশনে ১২ দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত নির্বাচনের পর বুধবার দুপুরে রাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন নবনির্বাচিত নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন এজিএস সালমান সাব্বির।
সভায় রাকসু তহবিলের স্বচ্ছ ব্যবহার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা পরিবারের ক্ষতিপূরণ, হলে বিশুদ্ধ পানি সরবরাহ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুবিধা বৃদ্ধি, এবং ক্যাম্পাসে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নেতারা জানান, রাকসুর তহবিলের হিসাব নবনির্বাচিত নেতৃত্ব এখনও হাতে পাননি।
ফলে ইশতেহার অনুযায়ী কাজগুলো সাময়িকভাবে বিঘ্ন ঘটছে। তবে কাজ থেমে নেই বলে তারা জানান। রাকসুর বর্তমান নেতারা গত ৩৫ বছরের তহবিলের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন।
এ ছাড়া পূর্বের অনিয়ম তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাকসুর ভিপি, জিএসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।