যৌন হয়রানির অভিযোগে বেরোবির শিক্ষককে অব্যাহতি

যৌন হয়রানির অভিযোগে বেরোবির শিক্ষককে অব্যাহতি

5 November, 2025 | সময়: 10:52 pm

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম নামে এক শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: ইমদাদুল হক। তার স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে ৪ নভেম্বর এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। নিজ বিভাগের এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অব্যাহতির নোটিশে উল্লেখ করা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিভাগের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ড. শাকিবুল ইসলামের তত্ত্বাবধানে থাকা ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের কোর্সগুলো পুনরায় বণ্টন করা হবে। সেই সঙ্গে তার তত্ত্বাবধানে থাকা ডিএসএম৪২০৭ কোর্সের গবেষণা প্রকল্পের সুপারভাইজারের দায়িত্ব এবং ওই কোর্সের ২য় পরীক্ষক হিসেবেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়াও, ৪র্থ বর্ষের পরীক্ষা কমিটির সদস্য হিসেবে থাকা ড. শাকিবুল ইসলামকে অব্যাহতি প্রদান করে বিভাগ থেকে অন্য শিক্ষককে মনোনীত করা হয়েছে। এর পাশাপাশি একাডেমিক কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এমএসসি ২০২৪-২০২৫ প্রোগ্রামের সঙ্গেও তাঁর কোনো সংশ্লিষ্টতা থাকবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি পাঠানো হবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে এখনও কিছু জানি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে, তা সত্যি নয়। তাছাড়া আমি এমন মানুষ নই।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।