Loading Now

ইরানের ইসফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনায় ইসরায়েলি হামলা

ইরানের ইসফাহান শহরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেহরান। খবর আলজাজিরার।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-কে দেওয়া এক বিবৃতিতে ইসফাহান প্রদেশের ডেপুটি গভর্নর আকবর সালেহি বলেন, ‘কিছুক্ষণ আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্থাপনায় ইসরায়েলি হামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞ দল বর্তমানে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নে কাজ করছে।’

হামলার পর ইসফাহানের তেল শোধনাগার সম্পূর্ণ সক্রিয় আছে বলে জানিয়েছে ইরানের তেল মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরো বলেছে, ‘নিরন্তর প্রচেষ্টা এবং প্রতিশ্রুতি দিয়ে কমপ্লেক্সের কর্মীরা কোনো বাধা ছাড়াই দেশে জ্বালানি উৎপাদন এবং সরবরাহের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।’

এর আগে ইসরায়েলি বাহিনী ইরানের শিরাজ শহরের একটি ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরির কারখানায়ও হামলা চালায়। সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

ইসরায়েল বারবার জানিয়েছে, তারা ইরানের সামরিক অবকাঠামো এবং অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করবে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও—যদি হামলা অব্যাহত থাকে, তাহলে তারা কঠোর জবাব দেবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।