দিনাজপুরে সজীব হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দিনাজপুর সংবাদাতা : দিনাজপুরের সদর উপজেলায় ১৫ বছর বয়সী কিশোর সজীব হত্যার প্রধান আসামি মহসিনকে (ফাকাস) গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ জুন) দুপুরে উপজেলার রামসাগর এলাকার খুসনুর মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সজীবের পরিবারের সদস্যরা ছাড়াও শতাধিক এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, সজীব হত্যার ১নং আসামি মহসিন একজন মাদক ব্যবসায়ী। সজীবকে হত্যার পর এখন তার পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। মহসিন এখনও পর্যন্ত ঘুরে বেড়ানোর জন্য সজীবের পরিবারের বিভিন্ন হুমকির মধ্যে আছে। তাই মহসিনকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২৯ মে সজীব বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে ৫ জুন সদর উপজেলার মহিষকোঠা এলাকার একটি খাড়ি থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।