Loading Now

ঘোড়াঘাটে ঢাকাগামী নাইট কোচে দূর্ধর্ষ ডাকাতি

ঘোড়াঘাট দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে ঢাকাগামী নাইট কোচে দূর্ধর্ষ ডাকাতি টাকা সহ স্বর্ণালঙ্কার লুট করার খবর পাওয়া গেছে।

জানা যায়, গত রাতে ঈদের ছুটি শেষে যাত্রীরা যমুনা লাইন নাইট কোচে হিলি-হাকিমপুর থেকে ঢাকায় যাচ্ছিল।

এ সময় ঘোড়াঘাট-হাকিমপুর সড়কে ঘোড়াঘাট উপজেলার তোষাই ব্রিজ নামক স্থানে ১০-১২ জনের একদল ডাকাত যমুনা লাইন নাইট কোচটি খড় ও কাঠের গুড়ি দ্বারা রাস্তা বেরিকেট দিয়ে থামিয়ে দেয় এবং ওই সময় ড্রাইভার ও হেলপার পালিয়ে গেলে ডাকাত দল নাইট কোচের ভেতরে প্রবেশ করে যাত্রীদের কাছে থাকা টাকা, মহিলাদের কাছে থাকা টাকা, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।