Loading Now

ইসরায়েলে পাল্টা হামলায় ইরানের ১০০ ড্রোন

ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে। সাম্প্রতিক এক নজিরবিহীন অভিযানে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। এরই জবাবে পাল্টা হামলায় ইসরায়েলের দিকে প্রায় ১০০টি ড্রোন পাঠিয়েছে ইরান। এই ঘটনাপ্রবাহ মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার নতুন আশঙ্কা তৈরি করেছে।

শুক্রবার (১৩ জুন) বিবিসি, এপি ও টাইমস অব ইসরায়েলের খবরে উঠে আসে সাম্প্রতিক এই সংঘাতের বিস্তারিত চিত্র।

ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, “ইরান থেকে প্রায় ১০০টি ড্রোন ইসরায়েলের দিকে পাঠানো হয়েছে, আমরা সেগুলো ভূপাতিত করতে কাজ করছি।”

এর আগে ভোররাতে ইসরায়েল পাঁচটি ধাপে ইরানের ভেতরে ব্যাপক আকারে হামলা চালায়। এই অভিযানে ২০০টির মতো যুদ্ধবিমান অংশ নেয় এবং ইরানের অন্তত ৮টি শহরের ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েল এই সামরিক অভিযানকে ‘অপারেশন রাইজিং লায়ন’ বা ‘উদীয়মান সিংহ’ নামে ঘোষণা করেছে।

ইসরায়েলের দাবি, এই হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং শীর্ষ সামরিক কমান্ডারের ঘাঁটি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তেহরানের ইউরেনিয়াম পরিশোধনাগার।

এই অভিযানে ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হোসেইন সালামি এবং কেন্দ্রীয় সামরিক সদরদপ্তরের কমান্ডার জেনারেল গোলামালি রাশিদ নিহত হন। আরও নিহত হয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচিতে যুক্ত বিজ্ঞানী ফেরেয়দুন আব্বাসি এবং মোহাম্মদ মাহদি তেহরানচি।

ঘটনার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, “এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজেই নিজের জন্য একটি করুণ পরিণতির পথ তৈরি করেছে। এর ফল তারা নিশ্চিতভাবে ভোগ করবে।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, “আমরা ইসরায়েলের ইতিহাসের এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছি। যতদিন না ইরান থেকে হুমকি বন্ধ হচ্ছে, ততদিন আমাদের অভিযান চলবে।”

ইসরায়েল এই পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।