এয়ার কানাডা ফ্লাইট অ্যাটেনডেন্ট ইউনিয়নের ধর্মঘট অব্যাহত

এয়ার কানাডা ফ্লাইট অ্যাটেনডেন্ট ইউনিয়নের ধর্মঘট অব্যাহত

19 August, 2025 | সময়: 12:22 pm

এয়ার কানাডার ফ্লাইট অ্যাটেনডেন্ট ইউনিয়ন জানিয়েছে, তারা সরকারের ব্যাক-টু-ওয়ার্ক আদেশ অমান্য করেই ধর্মঘট চালিয়ে যাবে। যদিও কানাডার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বোর্ড তাদের এই ধর্মঘটকে অবৈধ ঘোষণা করেছে।

ফেডারেল ট্রাইব্যুনাল সোমবার চলমান ধর্মঘটকে অবৈধ ঘোষণা করে। কারণ ইউনিয়ন সপ্তাহান্তে জারি করা সরকারের আদেশ মানেনি।

কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই)-এর সভাপতি মার্ক হ্যানকক বলেন, ‘এয়ার কানাডা যদি মনে করে আজ বিকেলে তাদের বিমান উড়বে, তবে তারা বড় ভুল করছে।’

শনিবার থেকে শুরু হওয়া ধর্মঘটে কানাডার সবচেয়ে বড় এয়ারলাইন্সটির ১০ হাজরেরও বেশি ফ্লাইট অ্যাটেনডেন্ট অংশ নিয়েছেন। এতে ইতিমধ্যেই ১০ হাজারেরও বেশি যাত্রী বিপাকে পড়েছেন। এয়ার কানাডা এখনো ইউনিয়নের সর্বশেষ পদক্ষেপে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, সোমবার সন্ধ্যার মধ্যেই ফ্লাইট চালু করবে। কিন্তু সোমবার বিকেলে তাদের ওয়েবসাইটে জানানো হয়, কার্যক্রম মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা (বাংলাদেশ সময় রাত ৯টা) পর্যন্ত বন্ধ থাকবে। এয়ার কানাডা ও এয়ার কানাডা রুজের সব ফ্লাইট ওই সময় পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।