Loading Now

হিলি স্থলবন্দরের পানামাপোর্টের শ্রমিকদের কর্ম বিরতি

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে পানামাপোর্টের শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি, সিএন্ডএফ এজেন্ট থেকে ৬০ টাকা প্রতি টন কাজের মুল্য দেওয়া হলেও শ্রমিকরা ১৩ টাকা টন প্রতি পায়। যার কারনে তাদের এই কর্মবিরতি পালন শুরু করেছেন। তাদের ন্যায্য মুল্য না দেওয়া হলে এই কর্মবিরতি চলবে বলে জানান তারা।

আজ শনিবার দুপুর ১ টার দিকে হিলি স্থলবন্দরের পানামাপোর্টের শ্রমিকেরা এই কর্ম বিরতি পালন করছেন।

কয়েকজন শ্রমিক বলেন, আমরা ২০ বছর থেকে হিলি পানামা পোর্টে পণ্য লোড আনলোড করে আসতেছি, এর আগে আমাদেরকে ২০ টাকা টন হিসেবে মজুরি দেওয়া হতো কিন্তু এখন ১৩ টাকা টন হিসেবে মজুরি দেওয়া হচ্ছে। এতে আমাদের পরিবার নিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে। তাই আমরা আজকে থেকে কর্ম বিরতি পালন শুরু করেছি।আমাদের দাবী আমাদের ন্যায্য মুল্য দিতে হবে, দাবী আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

তারা আরও দাবী জানান, এ্যাকাউন্ট বিল্ডিং শাখা থেকে শ্রমিকদের জন্য কত টাকা দেওয়া হয় সেই কপি আমাদেরকে দেওয়া হক।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।