বগুড়ায় ভুয়া নারী সেনা কর্মকর্তা গ্রেপ্তার

বগুড়ায় ভুয়া নারী সেনা কর্মকর্তা গ্রেপ্তার

13 July, 2025 | সময়: 5:38 pm

বগুড়ার ধুনটে চাকরি দেওয়ার প্রলোভনে এক কলেজছাত্রীর কাছ থেকে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে মুনমুন আক্তার (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মুনমুন নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন।

শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টায় ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মুনমুন আক্তার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বানিয়াপাড়া গ্রামের মোকলেসার রহমানের মেয়ে।
এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের আতিয়া খাতুন (১৯) কাজিপুর সরকারি মুনছুর আলী ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় মুনমুন আক্তার ও তার ছোট ভাই রাসেল রহমানের সঙ্গে। তারা নিজেদের সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে আতিয়াকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার আশ্বাস দেয়।
এই প্রলোভনে ফেলে দফায় দফায় আতিয়ার কাছ থেকে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকা নেয় তারা।

চাকরি না দিয়ে পরবর্তীতে আতিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় অভিযুক্তরা। তারা মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে চলে যায়। টাকাগুলো ফেরত পাওয়ার জন্য আতিয়া একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন।

পরে তিনি ধুনট থানায় মুনমুন, রাসেলসহ তিনজনের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন।

প্রতারণার অভিযোগে ভুয়া নারী সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম। তিনি জানান, গ্রেপ্তার মুনমুন আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।