সামরিক লুকে ধরা দিলেন সালমান

সামরিক লুকে ধরা দিলেন সালমান

14 September, 2025 | সময়: 12:25 pm

বলিউডে আসন্ন নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিং নিয়ে ব্যস্ত সুপারস্টার সালমান খান। সিনেমায় তার চরিত্রের নাম কর্নেল বি. সন্তোষ বাবু। উত্তর ভারতের লাদাখে চলছে সিনেমার শুটিং; আর সেখান থেকেই সালমানকে দেখা গেল সামরিক পোশাকে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল।

নতুন এই লুক দেখে ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। মূলত সালমানের একটি ফ্যানপেজ থেকে এ ছবিগুলো শেয়ার করা হয়েছে। যেখানে সালমানকে স্থানীয় মানুষ ও সেনা সদস্যদের সঙ্গে দেখা গেছে। এর মধ্যে সামরিক পোশাকে তার উপস্থিতি ভক্তদের মধ্যে আগ্রহ আরও বাড়িয়েছে।

এর আগে সালমান নিজেও ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে ক্ল্যাপারবোর্ডে ঢাকা তার মুখের আংশিক অংশে দেখা যাচ্ছিল রক্তমাখা দাগ। সাথে ক্যাপশনে ছিলো শুধু একটি হ্যাশট্যাগ, ‘#ইধঃঃষবঙভএধষধিহ’।

এদিকে ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে জানানো হয়েছে, ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ শুটিং শিডিউলের জন্য প্রস্তুতি নিচ্ছেন সালমান। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে লেহ ও লাদাখে হবে ছবির ক্লাইম্যাক্স অংশের শুটিং।

উল্লেখ্য, গত জুলাইয়ে মুক্তি পাওয়া ফার্স্ট লুক টিজারেই নজর কাড়েন সালমান। সেখানে তাকে যুদ্ধক্লান্ত, রুক্ষ চেহারা। দেখা যায় রক্তের দাগ, চোখে দৃঢ় সংকল্প। আর দর্শকেরা সেই লুকে খুঁজে পেয়েছিলেন দেশপ্রেম ও বীরত্বের আবহ। জানা গেছে, কর্নেলের চরিত্র ফুটিয়ে তুলতে সালমানকে কঠোর শারীরিক প্রশিক্ষণ নিতে হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।