পর্দায় আবার নিয়মিত দেখা যাবে ওমর আয়াজ অনিকে

পর্দায় আবার নিয়মিত দেখা যাবে ওমর আয়াজ অনিকে
একসময়ের টিভি নাটকের নিয়মিত মুখ ওমর আয়াজ অনি দীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়ায় থাকায় দেশের মিডিয়ায় উপস্থিত ছিলেন না। প্রবাসজীবনের দীর্ঘ অধ্যায় শেষে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। দেশে ফেরার পর আবার নিয়মিত কাজের ইচ্ছা প্রকাশ করেছেন অনি। তিনি জানিয়েছেন, বিজ্ঞাপন, ওয়েব কনটেন্ট ও সিনেমা নিয়ে ইতিমধ্যেই নির্মাতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
অস্ট্রেলিয়ায় থাকা অবস্থায়ও অনি সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছেন। তিনি বলেন, “প্রবাসজীবনে চাকরির পাশাপাশি সংস্কৃতিচর্চা কঠিন। অস্ট্রেলিয়াতে থাকার সময় যতটুকু সময় পেয়েছি, চেষ্টা করেছি শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার। কিন্তু সেখানে বাংলা সংস্কৃতিচর্চার জায়গাটা খুব সীমিত। এ কারণে আমার ইচ্ছা হচ্ছে, দেশের কাজের সঙ্গে আবার যুক্ত হব। আমাকে হয়তো নিয়মিত দেশের মিডিয়ায় দেখা যাবে।”
এখন অনি গোলাম মোস্তফার ‘জয়া’ নামের সিনেমার কাজ শুরু করেছেন। ছবির শুটিং হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায়। শুধুমাত্র অভিনয় নয়, তিনি সিনেমাটির ক্রিয়েটিভ প্রযোজক হিসেবেও কাজ করছেন। পাশাপাশি আরও কয়েকটি প্রকল্প নিয়ে কথাবার্তা চলছে।
নতুন কাজের আপডেট জানিয়ে অনি বলেন, “দেশে ফেরার পর বেশ কয়েকজন নির্মাতা আমার সঙ্গে কাজের ব্যাপারে যোগাযোগ করেছেন। একাধিক ওয়েব কনটেন্ট ও সিনেমা নিয়ে কথা হচ্ছে। তবে এখনো কোনো কাজের সঙ্গে চুক্তিবদ্ধ হইনি। শিডিউলের বিষয় আছে। আগামী মাসে হয়তো একটি সিরিজের জন্য আবার দেশে আসব। এ ছাড়া বেশ কিছু বিজ্ঞাপন নিয়ে আলাপ চলছে। অনেক দিন পর দেশে কাজ করছি, তাই নিয়মিত উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। দর্শক আমাকে নিয়মিত পর্দায় দেখতে পারবেন।”
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।