ফোনের পাসওয়ার্ড, প্যাটার্ন ভুলে গেলে করণীয়

ফোনের পাসওয়ার্ড, প্যাটার্ন ভুলে গেলে করণীয়

20 September, 2025 | সময়: 1:50 pm

এখন প্রায় সকলের হাতে স্মার্টফোন রয়েছে। অনেকেই ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য ফোন লক করে রাখেন। কিন্তু পাসওয়ার্ড বা প্যাটার্ন ভুলে গেলে আমরা প্রায়ই ঘাবড়ে যাই। দোকানে যাওয়ার পরিবর্তে বাড়িতেই ফোন আনলক করার কিছু সহজ পদ্ধতি আছে।

পদ্ধতি ১: রিকভারি মোড ব্যবহার করে ফ্যাক্টরি রিসেট

১. প্রথমে ফোনটি সুইচ অফ করুন।

২. কয়েক সেকেন্ড পর পাওয়ার বাটন + ভলিউম আপ/ডাউন বাটন একসাথে প্রেস করে ধরে রাখুন।

৩. ফোনটি রিকভারি মোডে চলে গেলে ফ্যাক্টরি রিসেট অপশন সিলেক্ট করুন এবং ‘ওয়াইপ ক্যাশে’ বেছে নিন।

৪. কয়েক মিনিটের অপেক্ষার পর ফোনটি পুনরায় চালু করুন। এখন পাসওয়ার্ড বা প্যাটার্ন ছাড়া ফোন ব্যবহার করা যাবে, তবে ফোনটি আবার নতুন করে সেটআপ করতে হবে।

পদ্ধতি ২: Google Account ব্যবহার করে আনলক

১. ফোনে পাসওয়ার্ড বা প্যাটার্ন ভুলে গেলে বারবার চেষ্টা করার পর “Forgot Pattern/Password” বাটন আসবে।

২. এতে ট্যাপ করে ফোনের সাথে রেজিস্টার্ড Google Account-এ লগইন করুন।

আরও পড়ুন: নতুন ফোনে Google ব্যাকআপ ডেটা কীভাবে পুনরুদ্ধার করবেন

৩. লগইনের পর ফোন আনলক হয়ে যাবে এবং নতুন পাসওয়ার্ড বা প্যাটার্ন সেট করতে পারবেন।

মনে রাখবেন, এই পদ্ধতি কাজ করবে কেবল অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন থাকলে। এছাড়া Google Device Manager-এর মাধ্যমে অনলাইনে ও ফোন আনলক করা সম্ভব।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।