পলাশবাড়ীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

পলাশবাড়ীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী তরিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ। এরআগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রীবাহী বাস তল্লাশী কালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ধাঙ্গিপুকুর (গুচ্ছগ্রাম) এলাকার মৃত মোশারফ ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় এলাকায় বিভিন্ন যানবাহন তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়ের বাংলাবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী কালে পৃথক দুই ব্যাগে থাকা সাড়ে ৪ কেজি গাঁজা জব্দসহ তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ নেওয়াজ বলেন, গ্রেফতার তরিকুল বিক্রয়ের উদ্দেশ্যে এসব গাঁজা পাঁচার করছিলেন। যার বর্তমান বাজার মূল্য ৯০ হাজার টাকা। গ্রেফতারকৃত’র বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।