কুড়িগ্রামে শিকল বন্দী হয়ে জীবনযাপন করছে আকাশ

কুড়িগ্রামে শিকল বন্দী হয়ে জীবনযাপন করছে আকাশ

20 September, 2025 | সময়: 6:38 pm

আকাশের বয়স সবে মাত্র ১৬ পেড়িয়ে ১৭ তে পা রেখেছে। যে বয়সে পড়ার টেবিলে মনোযোগ দেয়ার কথা, বিকেল হলে মাঠে খেলাধুলা করার কথা। ঠিক সেই সময়ে মানসিক ভারসাম্য হীন হয়ে শিকল বন্দী হয়ে জীবনযাপন করেছে আকাশ। পরিবার বলছে, সঠিক চিকিৎসা করাতে পারলে আকাশ ফিরবে তার স্বাভাবিক জীবনে। এদিকে চিকিৎসার ব্যয় বহনের কথা জানিয়েছেন চিলমারী উপজেলা সমাজসেবা অফিসার।

আকাশ কুড়িগ্রামের চিলমারী উপজেলার পশ্চিম খরখরিয়া এলাকার সাজু মিয়া ও আকলিমা দম্পতির ৩য় সন্তান। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে আকষ্মিকভাবে আকাশ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ।

এর মধ্যে একটা সময় বাড়ি থেকে পরিবারের অজান্তে নিখোজ হলে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়। চিকিৎসার অভাবে কখনো স্বাভাবিক আবার কখনো অস্বাভাবিক হয়ে পড়ে। অতিরিক্তি অস্বাভাবিক হয়ে পড়লে পরিবার আকাশকে গত তিন মাস ধরে লোহার শিকল পড়িয়ে বাড়িতে আটকে রাখে।

স্থানীয় বাসিন্দারা জানান, উপযুক্ত চিকিৎসা হলে আকাশ সুস্থ্য হবেন। কিন্তু পরিবারের অভাব অনটনের কারণে আকাশের উন্নত চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। ওই এলাকার স্থায়ী স্থায়ী বাসিন্দা মুকুল মিয়া বলেন, ছেলেটা এমনিতে খুবই ভালো এমন অবস্থা কিভাবে যে হলো তা আমরা নিজেও জানিনা ওর বারা দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে। অভাব অনটনের কারণে ভালো খাবার ও সু-চিকিৎসা করতে পারে না। চিকিৎসা করলে ছেলেটি আমার মনে হয় সুস্থ হইতো। আকাশ তার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে সূস্থ্য হয়ে পড়াশুনা করতে চায়।

আকাশের মা আকলিমা জানান, ছেলের মানসিক সমস্যা, ফলে অস্বাভাবিক আচরন করে এবং ঘরবাড়ি, জিনিসপত্র ভাংচুর করে সে সময় কোনভাবেই আটকানো যায় না তাই বাধ্য হয়ে তিন মাস থেকে ছেলেকে শিকল পড়িয়ে রাখতে হচ্ছে।

বাবা সাজু মিয়া জানান, দিনমজুরের কাজ করে ছেলের পিছনে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজারের কাছাকাছি টাকা খচর করেছি। দিন মজুরের কাজ করে সংসার চালানো ও ছেলের চিকিৎসা করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।বড় ছেলে ঢাকায় রিকশা চালিয়ে তার পরিবার নিয়ে ঢাকায় কোনমতে জীবন যাপন করে। একমাত্র মেয়েকেও বিয়ে দিয়েছি। আকাশের চিকিৎসা করাতে অনেক অর্থের প্রয়োজন তাই সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তার বাবা মুকুল মিয়া।

চিলমারী উপজেলা সমাজসেবা অফিসার (অ.দা) নাজমুল হাসান বলেন, আমাদের পক্ষ হতে আকাশ কে প্রতিবন্ধী কার্ড করে দেয়া হবে। এছাড়াও প্রতিমাসে তার চিকিৎসা ব্যয় বহন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।