জয়পুরহাটের আক্কেলপুরে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

জয়পুরহাটের আক্কেলপুরে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

20 September, 2025 | সময়: 10:51 pm

জয়পুরহাটের আক্কেলপুরে শরৎকাল চললেও হঠাৎ মৃদু কুয়াশা নেমে আসতে শুরু করেছে। উত্তরের এই জনপদে দিনে গরম থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত চারপাশে দেখা মিলছে কুয়াশার। প্রকৃতিতে যেন শীতের আগমনী বার্তা ভেসে আসছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন সড়ক, হাটবাজার ও গ্রামীণ জনপদে কুয়াশার চাদর নেমে আসতে দেখা গেছে।

ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত চারপাশ ঢেকে ছিল ধূসর সাদা আস্তরণে। দূর থেকে গাছপালা, ফসলের মাঠ ও বাড়িঘরগুলোকে মনে হচ্ছিল সাদা ধোঁয়ার ভেতরে মোড়ানো। কুয়াশার এমন দৃশ্য যেন শরতের প্রকৃতিকে একেবারেই পাল্টে গেছে। চারপাশে বইছে হালকা হিমেল বাতাস।
দিনমজুর ও কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে শীতের পরশ টের পাচ্ছিলেন।

মাঠের ফসলি জমিতে শিশিরবিন্দু জমে ঝিকমিক করছিল। ধানের ডগা ভিজে ছিল শিশিরে, যা দেখে কৃষকরা শীত আসার আগাম বার্তা পাচ্ছিলেন। গ্রামের ছোট ছোট ঝোপঝাড়, বাঁশঝাড়, গাছপালা সবকিছু ভিজে ছিল শিশিরকণায়।

এদিকে নদী ও খালপাড়ে ফুটতে শুরু করেছে কাশফুল। বাতাসে দুলতে থাকা সাদা কাশফুলের ঝাঁক যেন স্পষ্ট জানিয়ে দিচ্ছে, ঋতুর পালাবদল ঘটতে চলেছে।

গ্রামীণ জনপদে এমন দৃশ্য দেখে মনে হয়েছে, শরৎকাল এখনো চললেও প্রকৃতি যেন আগেভাগেই শীতকে আহ্বান জানাচ্ছে। স্থানীয়রা বলছেন এমন কুয়াশা চারপাশকে অন্যরকম সৌন্দর্যে ভরিয়ে তুলেছে।

আক্কেলপুর পৌর এলাকার বাসিন্দা মইনুল ইসলাম বলেন, প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে আমি হাঁটাহাটি করি।

কয়েকদিন আগে কুয়াশা না দেখা গেলেও দুই তিন দিন থেকে দেখি চারপাশ কুয়াশায় ঢেকে আছে। মনে হচ্ছে, এবার অনেক আগেভাগেই শীত নামতে শুরু করবে।

একই কথা জানান মুরাদ হোসেন। তিনি বলেন, গত কয়েকদিন ধরে এলাকায় ব্যাপক বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে রাতে গরম কমেছে। এ কারণে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশা নামছে। আজ সকালের চারদিক কুয়াশায় ঢেকে গিয়েছিল। তবে সকাল সাড়ে ৭টার পর সূর্যের মুখ দেখা গেছে।

এ বিষয়ে পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, এ বছর শরৎ কালে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে হিমেল বাতাস বইছে। এতে দিনের চেয়ে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। এ কারণেই রাতে ও সকালে হঠাৎ করেই কুয়াশা দেখা যাচ্ছে। এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। এটি মূলত শীতের আগাম বার্তা।

তিনি আরো জানান, আজ শনিবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ২৬ দশমিক ২ ডিগ্রিতে। আর বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।