সাদুল্লাপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

সাদুল্লাপুরে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
গাইবান্ধা প্রতিনিধি : আন্তর্জাতিক শান্তি দিবস গাইবান্ধার সাদুল্লাপুরে পালিত হয়েছে। এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি- এ শ্লোগানকে ধারণ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি ও ওয়াইপিএজি’র আয়োজনে এই মানববন্ধন পালন করা হয়।
সাদুল্লাপুর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিএফজি’র কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম চপল।
এসময় বক্তব্য রাখেন, প্রজেক্টটির ফিল্ড কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, পিএফজি সদস্য আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, হাবিবুর রহমান, আব্দুস ছামাদ মধু, কামরুল ইসলাম, রহুল আমিন সরকার জুয়েল, আব্দুল্লাহ আল মামুন মন্ডলসহ অনেকে।
বক্তারা বলেন, আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপনকে আমরা গভীর তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করছি। বর্তমানে সহিংসতামুক্ত শান্তিপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ গড়ার সুযোগ তৈরী হয়েছে। তাই এই দিবসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা ঐক্য ও শান্তির বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে চাই।
বক্তারা আরও বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে ও সামাজিক ন্যায়বিচারকে প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক দলসমূহের শান্তিপূর্ণ সহাবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির কোনো বিকল্প নেই। বিশেষ করে, আজকের যুব সমাজ আগামী দিনের নেতৃত্ব। এই যুব সমাজের মধ্যে যদি শান্তি, সম্প্রীতি এবং অহিংস মূল্যবোধের চর্চা-চর্যা ঘটানো সম্ভব না হয় তাহলে আগামী দিনের বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি মুখ থুবড়ে পড়বে। আর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সংঘাতের রাজনীতি পরিত্যাগ করে শান্তি আন্দোলনকে বুকে ধারণ করে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাও জরুরি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।