নাটোর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নাটোর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নাটোর থেকে ঢাকাগামী একতা পরিবহন বাদে সব পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে ঢাকাগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। অনেকে বিকল্প উপায়ে ঢাকা যাচ্ছেন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, শুধু নাটোর নয় চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকেও ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়েনের নেতা আব্দুল মজিদ বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।
সরজমিনে নাটোর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ ও কেটিসির কর্মচারীরা বেতন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।
দেশ ট্রাভেলসের বাসচালক আসাদ জানান, চাপাই ঢাকা আপ ডাউনে আমাদের দেওয়া হয় ১৩৫০ টাকা, আমাদের দাবি ২২০০ টাকা।
খোরাকী দেওয়া ৭০ টাকা আমাদের দাবি ১০০ টাকা, হোটেল খরচ ১০০ টাকার জায়গায় আমাদের লাগে ২৪০ টাকা। কর্তৃপক্ষকে আমাদের দাবিগুলো মেনে না নেওয়ায় আমরা ২১ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু দাবি মেনে না নেওয়ায় আমরা কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।
বাস টার্মিনালে উপস্থিত শ্রমিকরা জানান, তারা বাস চলাচল বন্ধ করেননি। তাদের পেটের দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন।
রাজশাহী পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘আমরা শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। কিন্তু তারা বর্তমান বেতনের প্রায় দ্বিগুণ বেতন দাবি করছেন। কিন্তু মালিকপক্ষ এতে রাজি নয়।
তাই সমাধান হয়নি। তবে এ কয়েকটি ছাড়া অন্য কম্পানির বাস চলাচল স্বাভাবিক রয়েছে।’
এদিকে নাটোর শহরের বড় হরিশপুর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সেখানে অসংখ্য যাত্রী ঢাকায় যাওয়ার জন্য টার্মিনালে এসেছেন। কিন্তু বাস না পেয়ে তারা বিপাকে পড়েছেন। অনেকে বিকল্প উপায়ে ঢাকা যাচ্ছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।