দিনাজপুরে সাংবাদিক লিয়াকত আলী বাবুলকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

দিনাজপুরে সাংবাদিক লিয়াকত আলী বাবুলকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
দিনাজপুর প্রতিনিধি : রংপুরের সিনিয়র সাংবাদিক, একুশ টিভি ও দৈনিক সংবাদ-এর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাব সামনের সড়কে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দিনাজপুরের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডিবিসি নিউজের দিনাজপুর প্রতিনিধি মোরশেদুর রহমান রহমান। সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি ও দীপ্ত টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ।
এ সময় বক্তব্য রাখেন—একুশে টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি বাবু চিত্ত ঘোষ, বাংলা ভিশন টিভি দিনাজপুর প্রতিনিধি সুব্রত মজুমদার ডলার, টিভি জার্নালিস্ট সাধারণ সম্পাদক ও বিজয় টেলিভিশন দিনাজপুর প্রতিনিধি মোফাচ্ছিলুল মাজেদ।
দৈনিক আজকের পত্রিকার দিনাজপুর প্রতিনিধি আনিসুল হক জুয়েল, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজাহারুল আজাদ জুয়েল।
প্রতিবাদ সমাবেশে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্য ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, “সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে রংপুরের প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে ‘জুলাই যোদ্ধা’ নামধারী সন্ত্রাসীরা ষড়যন্ত্রমূলকভাবে টার্গেট করেছে। সম্প্রতি একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদে অটোরিকশায় লাইসেন্স বাণিজ্য ও দুর্নীতির খবর প্রকাশের জেরে তাকে অপহরণ করে জোরপূর্বক মম তৈরি করে শারীরিকভাবে লাঞ্ছিত, মানসিকভাবে অপদস্ত এবং হত্যার চেষ্টা চালানো হয়।”
তারা আরও বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংবাদপত্রের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার উপর নগ্ন আঘাত। সাংবাদিকদের উপর হামলা ও হয়রানির বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, নইলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।