দিনাজপুরে ট্রাফিকিং জরিমানা আদায়ে হয়রানী কমাতে কমিউনিটি ব্যাংকের সাথে চুক্তি

দিনাজপুরে ট্রাফিকিং জরিমানা আদায়ে হয়রানী কমাতে কমিউনিটি ব্যাংকের সাথে চুক্তি

24 September, 2025 | সময়: 2:08 pm

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক প্রসিকিউশন জরিমানা আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে কমিউনিটি ব্যাংকের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো দিনাজপুর জেলা পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে কমিউনিটি ব্যংকের রানীরবন্দর শাখা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়।

এসময় দিনাজপুর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ মারুফাত হোসাইন এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ কার্ড ডিভিশনের ইনচার্জ জহির আহম্মেদ সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট চার্জ) কিমিয়া সাআদত, হেড অব কর্পোরেট এন্ড হেড অব বিজনেস(ব্রাঞ্চ) মোঃ আরিফুল ইসলাম, এমডি কো-অর্ডিনেশন টিম ও হেড অব এডিসি মোঃ মামুনুর রহমান, রানীরবন্দর শাখার ফাস্ট এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মুনির উদ্দিন, ব্রাঞ্চ অপারেশনার ম্যানেজার দোলা সরকারসহ উভয়পক্ষের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, ট্রাফিক আইনের মামলা বা জরিমানার অর্থ প্রদান করতে গিয়ে গ্রাহকদের হয়রাণি, ভোগান্তি লাঘব এবং স্বচ্ছতা নিশ্চিতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, ব্যাংকের ডিবিট ও ক্রেডিট কার্ড দিয়েও জরিমানার অর্থ দেয়া যাবে। যা এই অঞ্চলের ট্রাফিকিং কার্যক্রম জোড়দার করবে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাআদত বলেন, পূর্বের চুক্তি অনুযায়ী শুধুমাত্র ইউসিবি ব্যাংকের উপায় এপস এর মাধ্যমে ট্রাফিকের জরিমানার টাকা পরিশোধ করা যেত।

বর্তমান চুক্তি অনুযায়ী বাংলাদেশের সকল ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট সহ সকল ব্যাংকের মোবাইল ফাইনান্স এন্ড পেমেন্টস এ্যাপসের মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করতে পারবে। এতে করে গ্রাহক হয়রানী কমবে।

অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যবসায়ীও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।