দিনাজপুরে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

দিনাজপুরে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দিন ব্যাপী গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে জিএনবি বোচাগঞ্জ আশা বালিকা বিদ্যালয়ের হল রুমে এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান মেলায় উপজেলার ৭টি বিদ্যালয় অংশগ্রহন করেন।
গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আইসিটি অফিসার মোঃ তৌহিদুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মো. আরমান ইসলাম।
বিজ্ঞান মেলায় বক্তারা বলেন, বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এ আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃষ্টিশীলতা বিকাশে নিঃসন্দেহে কার্যকর ভূমিকা পালন করে।
বর্তমান বিজ্ঞানের যুগ, রোবোটিক্সের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। বিশ্বকে নেতৃত্ব দিতে হলে অবশ্যই জ্ঞান-বিজ্ঞানে অগ্রণি ভূমিকা পালন করতে হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।