নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

15 July, 2025 | সময়: 3:04 pm

আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে কানাইখালী এলাকা এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, একটি হত্যাকে কেন্দ্র করে বিএনপির ওপর মিথ্যা অপ্রচার চালানো হচ্ছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে নানা কুরুচিপূর্ণ কথা বলা হচ্ছে। তারেক রহমান চায় এ দেশে ৩১ দফা বাস্তবায়ন। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন। স্বেচ্ছাসেবক দল সকল মিথ্যা অপপ্রচারে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেবে।

নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন— কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক জসিম সরকার।

সমাবেশে আরও বক্তব্যে দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. নাসিম উদ্দীন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির উদ্দিন জহির, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানাসহ আরও অনেকে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।