যানজটে নাকাল সৈয়দপুরবাসীর সড়ক প্রশস্তকরণের দাবি

যানজটে নাকাল সৈয়দপুরবাসীর সড়ক প্রশস্তকরণের দাবি
নীলফামারীর সৈয়দপুর শহর দীর্ঘদিন ধরে যানজটের সমস্যায় নাজুক অবস্থায় রয়েছে। পুলিশ ও ট্রাফিক বিভাগের বিভিন্ন অভিযান ও উদ্যোগ সত্ত্বেও শহরে যানজটের স্থায়ী সমাধান হয়নি।
দীর্ঘদিন থেকে শহরের সড়ক প্রশস্তকরণ, ডিভাইডার বসানো ও ওয়ানওয়ে ব্যবস্থা চালু করার দাবি উঠলেও তা কার্যকর হয়নি। মাঝে-মধ্যে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ এবং রিক্সা, রিক্সাভ্যান ও অটোবাইক সরানোর উদ্যোগ নেওয়া হলেও তাতে কোনো স্থায়ী সমাধান আসছে না।
ভুক্তভোগী স্থানীয়রা জানান, পৌরসভা ও উপজেলা প্রশাসনের নির্দেশ থাকলেও দিনের বেলায় ট্রাক, ট্যাংকলরি, কুরিয়ার ও অন্যান্য ভারী যানবাহন শহরে চলাচল করছে। পাশাপাশি অটোবাইক ও রিকশা ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড় করানো হচ্ছে। হোটেল ও রেস্টুরেন্টের সামনে যানবাহন রাখা সড়কের গতিবিধি আরও দুর্বল করছে।
সচেতন মহল মনে করছে, সৈয়দপুর শহরের অধিকাংশ জমি রেলের কাজে ব্যবহৃত হলেও, সরকারি নিয়ম মেনে সড়ক প্রশস্তকরণ, ডিভাইডার বসানো, ফুটপাত নির্মাণ এবং ওয়ানওয়ে চলাচলের ব্যবস্থা নিলে দীর্ঘদিনের যানজটের স্থায়ী সমাধান সম্ভব।
সৈয়দপুর পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী এবং স্থানীয় ট্রাফিক ইন্সপেক্টর মাহাফুজ আলম ফোনে যোগাযোগ করা হলে কেউই কল রিসিভ করেননি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।