হাকিমপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

হাকিমপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

25 September, 2025 | সময়: 3:30 pm

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের পালশা পাঠানপাড়া গ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে নুরভানু বেগম (৫০) নামের মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ ওয়াজেদকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মো. আলম সরকারের মেজ ছেলে ওয়াজেদ আলী (২৭) সকালে তার মায়ের কাছে টাকা দাবি করেন। নুরভানু বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে ওয়াজেদ হঠাৎ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় রেফার্ড করেন। কিন্তু বগুড়ায় নেওয়ার পথে বিকালে নুরভানু বেগম মারা যান।

নিহতের স্বামী মো. আলম সরকার জানান, তাদের তিন সন্তানের মধ্যে ওয়াজেদ আলী মেজ ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বহুবার চিকিৎসা করানো হয়ে ছিল। আলম সরকারের ভাষ্য, “আমার ছেলেটা মানসিক ভাবে ভারসাম্যহীন, হঠাৎ কখন কী করবে বোঝা যায় না।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, এ খবর পাওয়ার পর পুলিশের টিম ঘটনাস্থলে পাঠিয়ে ওয়াজেদকে আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।