দিনাজপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন

দিনাজপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন
দিনাজপুর প্রর্তিনিধি : দিনাজপুরে ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড কর্তৃক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকালে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিখিত পরীক্ষা ও শনিবার শহরের ইকবাল স্কুল মোড়ে ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড কার্যালয়ে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়।
লিখিত পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোস্তফা, দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রওনাকুল ইসলাম, সহকারী পরিচালক অরুন কুমার, ই-লার্নিং অ্যান্ড আর্নিং কোর্সের কো-অর্ডিনেটর ও ট্রেইনারবৃন্দ।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্য ২০১৫ সাল থেকে দেশের ৪৮ টি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইতোমধ্যে ৩টি ব্যাচে ৭২০০ জন যুব ও যুব মহিলা প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে, তাদের ৬৮ শতাংশের অধিক সরাসরি আয়ের সাথে সম্পৃক্ত হয়েছে ও নিজস্বতার উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। অবশিষ্ট প্রশিক্ষণার্থীরাও আয়ের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে। উদ্যোক্তারা প্রায় ৯ লক্ষ মার্কিন ডলার আয় করেছে যা বাংলাদেশি টাকায় প্রায় ১১ কোটি টাকা এবং এ ধারা চলমান রয়েছে।
প্রকল্পটি যুব সমাজের মাঝে প্রভূত কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ধারাবাহিকতায় ৪র্থ মেয়াদে (অক্টোবর’২০২৫ – ডিসেম্বর’২০২৫) প্রশিক্ষণার্থী ভর্তি লক্ষ্যে হতে বিভিন্ন প্রচার কার্যক্রম করা হলে লক্ষাধিক আবেদন পড়েছে। যেখান থেকে ৪৮টি জেলায় ৩৬০০ জন ভর্তির সুযোগ পাবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।