রাজশাহীর তানোরে প্রতিবেশির বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার চেস্টার মামলা

রাজশাহীর তানোরে প্রতিবেশির বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার চেস্টার মামলা

27 September, 2025 | সময়: 6:44 pm

রাজশাহীর তানোরে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশির বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যা চেস্টার ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

যার প্রেক্ষিতে শনিবার ২৭ সেপ্টেম্বর থেকে তদন্তে মাঠে নেমেছে পুলিশ। ভিকটিম শিউলী খাতুনের স্বামী মো. দুরুল হুদা বাদী হয়ে একই গ্রামের ৬ জন নামধারী প্রতিবেশি ব্যক্তির বিরুদ্ধে গত ১৮ সেপ্টেম্বর রাজশাহীর বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর- ৭৩২/২৫।

এহেন মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তানোর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওসি থানার বিট ভিত্তিক অফিসার এসআই আনোয়ার হোসেনকে তদন্ত করে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন।

একই ঘটনা নিয়ে প্রতিপক্ষ এমদাদুল হক ঘটনার তারিখ ১৯ আগস্ট দেখিয়ে ১৪ জন নামধারী ব্যক্তি বিরুদ্ধে ২১ আগস্ট সংশ্লিষ্ট একই বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন তিনি।

মামলার এজাহার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার কলমা ইউপির ধনঞ্জয়পুর বড় ভুতপুকুর গ্রামের বাসিন্দা মৃত আনেস আলীর পুত্র এমদাদুল হক (৪৫), তার স্ত্রী মোসা. বেদেনা বেগম (৪০), মেয়ে মাহামুদা (২১), ভাই উজ্জল (৩৫) ও আফজাল (৩২) ছাড়াও কলমা ছোটভূতপুকুরের বাসিন্দা আব্দুল হান্নান (৩০) পূর্বশত্রুতার জেরে একই গ্রামের প্রতিবেশি মো. নুরুল ইসলমের স্ত্রী মোসা. শিউলী খাতুনকে হত্যার উদ্দেশ্যে দলবদ্ধ ভাবে অতর্কিত হামলা চালায়। এতে শিউলী খাতুন গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়।

ঘটনাটি ঘটে গত ১৮ আগস্ট দুপুর দেড়টার দিকে ওই গ্রামে আব্দুল হান্নানের বাড়ির সামনে। এঘটনায় ভিকটিম মোসা. শিউলী খাতুনের স্বামী মো. নুরুল ইসলাম বাদী হয়ে গত ১৮ সেপ্টেম্বর উপরে উল্লেখিত বিজ্ঞ আদালতে একটি মামলাটি দায়ের করেন।

এনিয়ে প্রতিপক্ষ এমদাদুল হক বলেন, ঘটনার তারিখ ১৯ আগস্ট দেখিয়ে ১৪ জন নামধারী ব্যক্তির বিরুদ্ধে ২১ আগস্ট সংশ্লিষ্ট একই বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন তিনি। যার মামলা নম্বর- ৫১৫সি/২৫। পৃথক এহেন দুটি মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তানোর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

তদন্ত রির্পোটে তার মামলার সত্য পাওয়া যাবে বলে আশাবাদী তিনি। মামলার বাদী দুরুল হুদার অভিযোগ, প্রতিপক্ষগণ এলাকায় তার সম্মান ক্ষুন্ন ও ক্ষতিসাধন করতে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।

যার ফলশ্রুতিতে পূর্ব শত্রুতার ধরে ঘটনার দিন আমার স্ত্রীকে একা পেয়ে তার উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষগণ। এনিয়ে থানায় অভিযোগ দিয়েও ব্যবস্থা হয়নি। একারণে পুলিশের পরামর্শে বিজ্ঞ আদালতে মামলা করা হয়েছে।

তিনি মামলার তদন্তকারী কর্মকর্তাকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার (উপ-পরিদর্শক) এসআই আনোয়ার হোসেন বলেন, মারামারির ঘটনায় দুইপক্ষই বিজ্ঞ আদালতে মামলা করেছেন। আদালতের নির্দেশে প্রকাশ্যে ও গোপনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।