রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
রাজশাহীতে “টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পর্যটন মোটেলে এসে শেষ হয়। এরপর পর্যটন মোটেলের হলরুমে এক মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে পায়রা উড়িয়ে র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী টুরিস্ট পুলিশের ইনচার্জ যাবেদ মাসুদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক মোতাহার হোসেন, জেলা প্রশাসন ও পর্যটন মোটেলের কর্মকর্তা, কর্মচারিসহ বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। উল্লেখ্য, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক সমগ্র বিশ্বে আজ “বিশ্ব পর্যটন দিবস” পালন করা হচ্ছে।
বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণলয় প্রতি বছরের ন্যায় এ দিবসটি বাংলাদেশে আড়ম্বরপূর্ণভাবে পালন করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন বহুমূখী কর্মসূচী হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে রাজশাহীতেও অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।