নীলফামারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দক্ষতা ও উদ্ভাবনী প্রতিযোগিতা

নীলফামারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দক্ষতা ও উদ্ভাবনী প্রতিযোগিতা

27 September, 2025 | সময়: 6:48 pm

‘একটাই লক্ষ, হতে হবে দক্ষ’ এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে নীলফামারীতে দক্ষতা ও উদ্ভাবনী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজ চত্বরে ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগীতায় দক্ষতা ও উদ্ভাবনী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব(পরিকল্পনা) ফাতেমা জাহান।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. সিদ্দিক সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. গোলাম মোস্তফা চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক(ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হক, এসেট প্রকল্পের ইএসডি সেইফ গার্ড ষ্পেশালিষ্ট নজরুল ইসলাম, অভিজাত গ্রুপের মানব সম্পদ বিভাগের এইচআর এন্ড এডমিন অফিসার মনিকা আশরাফী প্রমুখ।

প্রতিষ্ঠানটির চলমান ৪টি ট্রেড জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস এন্ড মেইনটেন্যান্স, ওয়েল্ডিং এন্ড ফের্রিকেশনস, মেশিন টুল্স অপারেশন এন্ড মেইনটেন্যান্স ও ফার্ম মেশিনারী/এগ্রো মেশিনারী’র শিক্ষার্থীরা ১০টি স্টলে নিজেদের তৈরী ১০টি প্রজেক্ট উপস্থাপন করেন। পরে বিজয়ীদের সার্টিফিকেট ও পুরস্কৃত করা হয়।

নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিক সফিকুল ইসলাম জানান, কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বহি:প্রকাশ ঘটানো। এই স্কিল এন্ড ইনোভেশন কপিটিশ ২০২৫ এর মূল উদ্দেশ্য। এছাড়া আগামীতে যাতে তারা উদ্ভাবক হিসেবে এবং সমাজে প্রতিষ্ঠিত হতে পারে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।