কুড়িগ্রামের চিলমারীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেপ্তার ৫

কুড়িগ্রামের চিলমারীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেপ্তার ৫

27 September, 2025 | সময়: 8:53 pm

চিলমারী কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নে পুলিশের অভিযানে পাঁচটি মোটরসাইকেলসহ পাঁচজন মোটরসাইকেল চোরকে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো মিলন (২৬), হান্নান মিয়া (৩২), সাদাকাত হোসেন (৩৫), নুরুল হুদা (৩৫), রুবেল মিয়া (২৭)।
পুলিশ জানায়, চুরি-ছিনতাই সহ বিভিন্ন অপরাধের প্রবণতা দেখা দেয়ায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে চর এলাকায় অভিযান চালায়।

চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। এসময় পাঁচ ব্যক্তিকে আটক করে থানা পুলিশ।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামীদের বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।