বিরলে তারিকুল ইসলাম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিরলে তারিকুল ইসলাম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

27 September, 2025 | সময়: 9:29 pm

দিনাজপুরের বিরল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিম্যাটাম দেন বক্তারা।

‎২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার বিকেলে উপজেলার ১০নং ইউনিয়নের জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে মানববন্ধনে আয়োজন করেন। মানববন্ধনকারীরা তাদের দাবি নিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেট দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেট ভেঙ্গে পুলিশ তদন্ত কেন্দ্রের ভিতর মানববন্ধনের জন্য অবস্থান করেন অংশগ্রহণকারীগণ।

‎এ সময় মানববন্ধনকারীরা বলেন তারিকুল ইসলামকে যারা হত্যা করেছে তারা আইনের চোখ ফাঁকি দিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা পুলিশকে অনুরোধ জানাবো তারা যেন দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে। আসামিদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিম্যাটাম দেন মানবন্ধনকারীগণ। যদি তারপরও তাদের দাবি মানা না হয় তাহলে তারা আরো কঠোর অবস্থানে যাবেন বলে হুশিয়ারি দেয়া হয়। আর যদি এরপর কঠোর অবস্থানে যেতে হয় তাহলে এর পুরো দায়ভার পুলিশ কে নিতে হবে বলেও জানান তারা।‎

‎এ সময় উপস্থিত ছিলেন রাণীপুকুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, যুবদলের আহ্বায়ক সিদ্দিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নবাব আলীসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।

‎‎এ বিষয়ে জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু রায়হান জানান, মামলার একজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।