পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

28 September, 2025 | সময়: 3:15 pm

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলে হয়েছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের অনুরোধে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সেনা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, অ্যান্টিফা ও অন্যান্য অভ্যন্তরীণ সন্ত্রাসীরা পোর্টল্যান্ডে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) অবকাঠামো ঘিরে রেখেছে।

প্রয়োজনে ‘সর্বশক্তি প্রয়োগের’ নির্দেশও দিয়েছেন তিনি। তবে সর্বশক্তি প্রয়োগ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।’
পোর্টল্যান্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ওরেগনের সিনেটর জেফ মার্কলে, মেয়র কেইথ উইলসন, রিপাবলিকান মেক্সিন ডেক্সটার ও সিটি কাউন্সিল সদস্যরা সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

সিনেটর মার্কলের অভিযোগ, ‘প্রেসিডেন্ট এখানে সেনা পাঠাচ্ছেন পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য। তিনি চান সংঘাত হোক, প্রতিবাদ হোক— যাতে পোর্টল্যান্ডকে তিনি যেমন বর্ণনা করছেন, সেটি বাস্তব মনে হয়। আমাদের দায়িত্ব হলো এই ফাঁদে না পা দেওয়া।’

পোর্টল্যান্ড শহর থেকে দুই মাইল দূরে অবস্থিত অভিবাসী আটক কেন্দ্র ঘিরে কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে।

অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় বন্ধের দাবিতে এ আন্দোলন অব্যাহত রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।