র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনাজপুরে তথ্য অধিকার দিবস পালিত

র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনাজপুরে তথ্য অধিকার দিবস পালিত
দিনাজপুর সংবাদদাতা : জেলা প্রশাসন দিনাজপুর, সচেতন নাগরিক কমিটি (সনাক), জেলা তথ্য অফিস ও অন্যান স্থানীয় উন্নয়ন সহযোগী সংস্থার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০.৩০টায় দিনাজপুর হাসপাতাল মোড় হতে একটি র্যালি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সস্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে ‘‘ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবি, সাধারণ জনগন, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও মিডিয়ার প্রতিনিধিবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় উপস্থিত সেবাগ্রহীতারা জানান সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে এবং কিছু বাস্তব উদাহরণও তুলে ধরা হয়।
তথ্য জানার অধিকার নিশ্চিতে টিআইবি’র নিয়মিত কার্যক্রমের অংশহিসেবে বাংলাদেশের সকল সনাক এলাকার সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের ওয়েবপোর্টালের তথ্যকে হালনাগাদকরণ ও কার্যকরী করার লক্ষ্যে দিনাজপুর সনাকের উদ্যোগে জেলার বিভিন্ন সরকারি-সেবাদানকারী প্রতিষ্ঠানের আপডেট তথ্য যাচাই-বাচাই করে প্রতিবেদন জেলা প্রশাসক বরাবরে তুলে ধরা হয়েছে, যার বিস্তারিত বিবরণ আলোচনা সভায় তুলে ধরা হয়।
প্রতিবেদনে প্রতিষ্ঠানগুলির সেবার হালনাগাদ তথ্য, প্রতিষ্ঠান প্রধানের তথ্য, কর্মকর্তা কর্মচারীর তথ্য,খরব, নোটিশবোর্ড এবং যোগাযোগ ইত্যাদির তথ্য যাচাইয়ের মাধ্যমে ওয়েবসাইডে পরিপূর্ণ তথ্য নিশ্চিত করার মাধ্যমে জনগনকে তথ্য সমৃদ্ধ করাই এই ওয়েবপোর্টাল পর্যবেক্ষণের মূল উদ্দেশ্যে।
বিশেষ অতিথি‘র বক্তব্যে জনাব মোঃ জানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) টিআইবি বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন নিয়ে কাজ করার জন্য টিআইবিকে ধন্যবাদ জানান। দেশে তথ্য অধিকার আইন পাশ হওয়ায় তথ্য উন্মুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি সকল কর্মকর্তাকে নিজ নিজ কার্যালয়ের তথ্য উন্মুক্ত করার অনুরোধ জানান।
তথ্য অধিকার দিবসের আলোচনায় বিশেষ অতিথি অধ্যাপক জনাব আব্দুল জলিল আহমেদ জানান, তথ্য অধিকার আইন বাস্তবায়িত হলে জনগণ ক্ষমতায়িত হবে এবং আইনটি বাস্তাবয়নে সকলকে এগিয়ে আসা উচিৎ বলে তিনি মনে করেন। যাদের তথ্যের প্রয়োজন তারা আইনটি বেশী ব্যবহার করবেন তবে আইনে বলা আছে সকল তথ্য সবসময় প্রতিষ্ঠান দিতে পারবেনা এবং কিছু-কিছু তথ্য চাওয়ার ক্ষেত্রে নিষেধ করা আছে। তিনি আরও বলেন আমরা তথ্য সমৃদ্ধ হবো অন্যকেও সঠিক তথ্য দিয়ে সহায়তা করবো তাহলেই তথ্য অধিকার দিবস পালন স্বার্থক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক জানান, তথ্য অধিকার আইনের ব্যবহার বিষয়ে তিনি কাউকে হয়রানী না করারও অনুরোধ জানান। এবিষয়ে ব্যাপক সচেতনতা প্রয়োজন। এবিষয়ে টিআইবি’র পাশাপাশি সকলের সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
তিনি সকল কর্মকর্তাকে নিজ নিজ কার্যালয়ের তথ্য উন্মুক্ত করার অনুরোধ জানান। তিনি জিও এবং এনজিও সকলের উদ্দেশে জানান সকলেই নিয়ম অনুযায়ী তথ্য প্রদান করবেন। আমরা তথ্য সমৃদ্ধ হবো অন্যকেও সঠিক তথ্য দিয়ে সহায়তা করবো তাহলেই তথ্য অধিকার দিবস পালন স্বার্থক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান সরকারি কর্মকর্তারা নিজেকে অফিসার ভাববেন না, জনগনের সেবাক হিসেবে কাজ করবেন।
সনাক কর্তৃক ওয়েবপোর্টাল যাচাই প্রতিবেদন বিষয়ে তিনি জানান প্রতিবেদনটি সকল অফিসের সাথে শেয়ার করা হবে এবং খুব দ্রুতসময়ে ওয়েবসাইডে তথ্য আপডেটেরব্যবস্থা করা হবে।
সনাক সভাপতি জনাব অধ্যক্ষ মোঃ হাবিবুল ইসলাম দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন বাস্তবায়নে সনাকে’র চলমান কার্যক্রমের বিস্তারিত বর্ণনা প্রদান করেন এবং জানান আমরা এই আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দেশে দুর্নীতি কমিয়ে নিয়ে আসতে সকলের সহযোগীতা চাই। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হলে দেশে স্বাভাবিকভাবেই দুর্নীতি কমে আসবে।
আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন, জনাব মোঃ আনোয়ার হোসেন, রেবেকা বেগম সেবাগ্রহীতা, তরুণ শিক্ষার্থীদের মধ্যে মোঃ আবিরুল, তানভীর হোসনে, উমর আলী ও জেসমিন বেগম। জেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ, সকল উপজেলা নির্বাহী অফিসার আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।