প্রাকৃতিক সৌন্দর্যে সবুজের সমারোহ পার্বতীপুর উপজেলা চত্বর

প্রাকৃতিক সৌন্দর্যে সবুজের সমারোহ পার্বতীপুর উপজেলা চত্বর
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: অপরূপ এক সবুজের সমারোহ। পার্বতীপুর উপজেলায় প্রবেশ করলেই দেখা যাবে। পাঁচতলা ভবন ও উপজেলা পরিষদ চত্ত্বরে গেলে দেখা মেলে সবুজ আর সবুজ। শুধু উপজেলা চত্তর নয়, উপজেলা পরিষদ পাঁচতলা ভবনের বিভিন্ন অফিসের সামনের স্থান জুড়ে রয়েছে নানান প্রজাতির গাছ।
অপরূপ প্রাকৃতিক এই সৌন্দর্য উপজেলায় আগতদের বিমোহিত করে। বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত উপজেলা চত্তরে আসা ব্যক্তিরা আড্ডায় মেতে উঠেন। উপজেলা চত্বর এর সামনে ফুল ও লাইটিং দিয়ে জমকালো করে তোলা হয়েছে। সৌন্দর্য বর্ধনে আছে বিভিন্ন প্রজাতির ফুলসহ অন্যান্য সরব গাছের সমারোহ।
নিরাপত্তার জন্যে উপজেলা পরিষদ পুকুরের পাড় এস.এস স্টিল বেড়া। রয়েছে পুকুরের পাড় ঘিরে বসার স্থান। উপজেলায় কাজে আসা অনেকেই জিরিয়ে নেন এখানে বসে। ক্লান্তিতেও উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য। ভেতরের চারপাশে সবুজ সমারোহ আর প্রকৃতি যেন তার সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে উপজেলা চত্বরকে। যে কেউ উপজেলায় একবার এলে সবুজের প্রেমে পড়তে বাধ্য হবে। পরিষদ পুকুরে ভাসছে সাদা ও লাল শাপলা ফুল।
গন্ধরাজ, রঙ্গন, বাগান বিলাশ গোলাপি, চরক মনি পাতাবাহার লাল, বল কামিনি, ডুরান্ডা, লাল বর্ডার কিং, নিম ঝাউ পাতাবাহার সবুজ, সিজিএম পাতাবাহার লাল ও সবুজ, মুসন্ডা সাদা-গোলাপি ফুল, বেগুনি ও হলুদ, শেওড়া কার্পেট ঘাস, শেওড়া গাছ পাতাবাহার সবুজসহ অনেক ফুল এখন শোভাবর্ধন করছে এই উপজেলা পরিষদ চত্বর। ফুল বাগানে রয়েছে আকর্ষনীয় ঝর্ণা। আর এসবের সবুজায়নে তিনি উপজেলা পরিষদের দপ্তরকে ঢেলে সাজানোর নেপথ্যে রয়েছেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন।
পার্বতীপুর পৌর সভার এক নম্বর ওয়ার্ড পূর্ব হুগলিপাড়া মহল্লার হাফেজ মাও. শুয়াইব হোসাইন বলেন, ইউএনও সাদ্দাম হোসেন স্যার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সানাউল্লাহ স্যার আসার পরে তাদের পরিকল্পনায় এই উপজেলা চত্তর তার মনের মতো করে সাজিয়েছেন। অনেকেই এখন ঘুরতে আসেন এই উপজেলায়। সকাল-বিকেল পুকুর পার ধরে করছেন পায়চারি। উভোগ করছেন উপজেলা চত্বর এর সামনে ফুলবাগান ও লাইটিং দিয়ে জমকালো ঝর্ণা।
উপজেলা পরিষদ চত্বরে ঘুরতে আসা পার্বতীপুর বস্ত্র ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক মো: আবুল কালাম আজাদ জানান, পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। উপজেলার পরিষদ চত্বর সবুজে সবুজ দেখে মন ছুয়ে যায়। অনেকেই দেখি অবসর সময়ে এখানে ঘুরতে আসেন। আবার বন্ধুরা মিলেও এই চত্বরেই সময় কাটাই। সব মিলে ভালো একটা সময় আড্ডায় কেটে যায়।
ভবানীপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রেজাউল করিম রেজা বলেন, উপজেলা চত্বরের ভেতরের ফুল বাগান, বসার ব্যবস্থা সত্যি প্রসংশনীয়। এমন সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য ইউএনও প্রতি আমরা কৃতজ্ঞ।
পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: ছানাউল্লাহ বলেন, এখন উপজেলা পরিষদ চত্তর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। আমি যখন এ উজেলায় যোগদান করেছি, তখনও এই উপজেলা পরিষদ চত্তর এত সুন্দর ছিল না। আমাদের কাছে যারা সেবা নিতে আসেন তারাও সবুজের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করে। ইউএনও স্যারের সার্বিক দিক নিদের্শনায় আজকের এই পার্বতীপুর উপজেলা পরিষদ চত্তর এখন সবুজে সমারোহ।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন জানান, বিভিন্ন বরাদ্দ থেকে উপজেলা পরিষদ চত্ত্বর এবং নিরাপত্তার জন্য পুকুর ঘাট এসএস ষ্টিলের বেড়ায় ঘেরা দেয়া হয়েছে। প্রাকৃতিক ও সৌন্দর্য উপজেলা পরিষদ আগতদের বিমোহিত করে। রাতে গোটা উপজেলা পরিষদ চত্বর ফুলবাগান ও লাইটিং জমকালো সৌন্দর্য বর্ধন আরও আকর্ষনীয় ঝর্ণা।
দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম-সচিব) মো: রফিকুল ইসলাম বলেন, পার্বতীপুর উপজেলা পরিষদ ঘুরে দেখেছি। এখানকার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাদের পরিকল্পনায় উপজেলা চত্তর মনের মতো করে সাজিয়েছেন তা সত্যিই অনেক প্রশংসনীয়। ইউএনও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর দায়িত্বে থেকে সরকারি গত ৫ মাসে প্রায় ৫ কোটি সরকারি কোষাগারে জমা দিয়ে সফলতা দেখিয়েছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।