বিরলে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

বিরলে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় হৃদয়বিদারক দুটি ঘটনায় প্রাণ হারালো তিন শিশু।
রবিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার ভিন্ন ভিন্ন এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহতরা হলো— বিজোড়া ইউনিয়নের মুরাদপুর সাতভায়াপাড়া গ্রামের লিটন ইসলামের মেয়ে ইসরাত জাহান রাফা (১৩) ও একই গ্রামের আফজাল হোসেনের মেয়ে মিম আক্তার (১২), আর ফরক্কাবাদ ইউনিয়নের দহগ্রামের বাবু ইসলামের ছেলে সামিউল ইসলাম (২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে সামিউল বাড়ির পাশে পূর্ণভবা নদীর ধারে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। স্থানীয়রা পরে তার মরদেহ উদ্ধার করে। অন্যদিকে, দুপুর ১টার দিকে রাফা ও মিম বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে লাশগুলোর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।”
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।